Home

বিসমিল্লাহির রাহমানির রাহীম।
  لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ
 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নেমাত, লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।
তোমরা আল্লাহর উদ্দেশ্যেই হজ্ব ও ওমরাহ পরিপূর্ণভাবে পালন কর। (আল কোরআন)

আন-নাজাত হজ্ব কাফেলা

সম্মানিত সুধী,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামুল্লাহ শরীফে সুরায়ে বাকারার ১৯৬ নাম্বার আয়াতে বলেছেন "আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন হজ্ব  ও ওমরা করার নিয়ত কর তখন তা পুর্ন কর"।  পবিত্র হজ্ব হচ্ছে ইসলামের মৌলিক পাঁচটি স্তম্বের মধ্যে অন্যতম একটি ইবাদত। যে ইবাদতের মধ্যে শারিরীক কছরত ও আর্থিক ব্যয় সাধন নিহিত। তাই শরীয়তের নিয়মানীতি অনুসারে নির্ধারিত পন্থায় পবিত্র হজ্ব ও ওমরা পালন করতে হয়। মহান আল্লাহ তায়ালা ও তাঁর প্রিয় হবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে হজ্ব পালনকারী ভাই ও বোনদেরকে পবিত্র হজ্ব পালনে পরিপূর্ণ  রূপে সার্বিক সুপরামর্শ ও সহায়তা দানের উদ্দেশ্যে আন-নাজাত হজ্ব কাফেলা প্রতিষ্ঠিত হয়। 


এই কাফেলা বাংলাদেশের স্বনামধন্য অভিজ্ঞতা সম্পন্ন ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখদের নিয়ে পরিচালিত। 

২০১৯ ও ২০২০ সালে পবিত্র হজ্বে গমন ইচ্ছুক ভাই ও বোনদেরকে আন্নাজাত হজ্ব কাফেলার মাধ্যমে হজ্ব ও ওমরাহ পালন করার আহ্বান করছি। 
আমাদের ডিরেক্টর মন্ডলী
১। আল-হাজ্ব মোহাম্মদ শামসুল হক (চেয়ারম্যান) 
২। আল-হাজ্ব মাওলানা কাজী এম.এ হান্নান জিলানী। (ম্যানেজিং ডিরেক্টর) 
৩। আল-হাজ্ব মাওলানা শহীদ উল্লাহ চিশতী। (ডিরেক্টর) 
৪। আল-হাজ্ব সাইফুল হুদা জাহাঙ্গীর। (ডিরেক্টর) 
৫। আল-হাজ্ব সৈয়দ রবিউল হক শিমুল (ডিরেক্টর) 
৬। আল-হাজ্ব মাওলানা আব্দুল আউয়াল সাঈদ (ডিরেক্টর) 
৭। আল-হাজ্ব মাওলানা আব্দুল গফুর। (ডিরেক্টর)

  • পবিত্র হজ্ব ব্রত কার্যক্রম পরিশুদ্ধ ও সহজসাধ্য করাই আমাদের লক্ষ্য।
  • পবিত্র মক্কাতুল মুকাররামা, মাদীনাতুল মুনাওয়ারা, উকুফে আরাফাহ, মিনা, মুজদালিফা ও জামারাতে পাথর নিক্ষেপসহ অন্যান্য পবিত্র স্থান সমূহে হাজী সাহেবদের খেদমতে সার্বক্ষণিক আমাদের নিদ্ধারিত অভিজ্ঞ মুয়াল্লিমগণ সাথে থাকবেন।
  • কুরবানী ও দম-দানের ক্ষেত্রে হাজী সাহেবদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
  • অভিজ্ঞতা সম্পন্ন ওলামায়ে কিরাম "মুয়াল্লিম" হিসাবে সার্বক্ষণিক হজ্ব কার্যক্রমে সহযোগিতা করবেন।
  • পবিত্র মক্কা শরীফ ও মদীনা শরীফে আবাসিকভাবে অবস্থান করার জন্য তাসরিয়া বা ঘরের আনুমতি পত্র আনা, ডলার এন্ড্রোস, এয়ার টিকেট, সৌদি আরবের মুয়াল্লিম ড্রাফ্ট, মেডিকেল সার্টিফিকেট, ট্রাভেলস ও ট্যুরস ইত্যাদি যথাযথভাবে সম্পন্ন করা হয়।
  • হাজী সাহেবগণ হজ্ব গমনের পূর্বে পবিত্র আরকান-আহ্কাম যেমন- ইহরাম বাঁধার নিয়মাবলী, তাওয়াফে যিয়ারাত, সাফা মারওয়া সায়ী ও উকুফে আরাফাহ, মিনা, মুজদালিফা, জামারাতে পাথর নিক্ষেপ, বিদায়ী তাওয়াফ ও হজ্বের ফরজ ওয়াজিব, সুন্নাতের গুরুত্বের উপর প্রয়জোনীয় প্রশিক্ষনের ব্যবস্থা।
  • পবিত্র মক্কা শরিফ ও মদিনা শরিফ ও ঐতিহাসিক পবিত্র স্থানসমূহ যিয়ারায় সকল প্রকার যাতায়তে শিততাপ নিয়ন্ত্রিত গাড়ির ব্যবস্থা।
  • নির্দিষ্ট তারিখে কাফেলার নির্ধারিত মুয়াল্লিমের তত্ত্বাবধানে গ্রুপভিত্তিক নিয়মিত হজ্ব ও ওমরার জন্য হেরেম শরীফ থেকে ২০০-৮০০ মিটারের মধ্যে হাজী সাহেবদের চাহিদা অনুযায়ী সাধারণ হোটেলসহ ৩/৪/৫ তারকা মানের আবাসিক হোটেলের ব্যবস্থা করা হয়।
  • পবিত্র মক্কা শরীফ ও মদিনা শরীফের নিকটবর্তী স্থানে শিততাপ নিয়ন্ত্রিত, আবাসন ও উভয় স্থানে মনোরম পরিবেশে দেশীয় খাবার, নাস্তার সুব্যবস্থা।
  • মহিলা হাজী সাহেবাদের জন্য আলাদা থাকা এবং খাবারের সুব্যবস্থা।
  • পবিত্র হজ্ব ব্রত পালনের সময় হাজীগণ হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিক হজ্ব মিশনের মেডিক্যাল টিম দ্বারা দ্রুত সেবা প্রদান করা।
 
  • কাপড় ও জুতার ব্যাগ।
  • মহিলাদের জন্য মাথার স্কার্ফ।
  • পাসপোর্ট ও মূল্যবান কাগজ-পত্র রাখার জন্য হাত ব্যাগ। প্রত্যেক হাজীর জন্য কাফেলা কতৃক প্রদত্ত আই.ডি.কার্ড।
  • হজ্জের নীয়ম কানুন সম্বলিত একটি হজ্জ গাইড। 
  • হজ্জের নীয়ম কানুন সম্বলিত একটি হজ্জ গাইড।
  • প্রাথমিক চিকিৎসার জন্য ঔষধ-পত্রের ব্যবস্থা।
  • সৌদি মুয়াল্লিম হতে আই.ডি কার্ড সংগ্রহ করে তা যথাসময়ে হাজীদের হাতে পৌঁছে দেয়া।