About Us

http://annajathk.blogspot.com/http://annajathk.blogspot.com/p/blog-page_3.htmlhttp://annajathk.blogspot.com/p/blog-page_66.htmlhttp://annajathk.blogspot.com/p/blog-page_11.htmlhttp://annajathk.blogspot.com/p/blog-page_6.htmlhttp://annajathk.blogspot.com/p/blog-page_99.html
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামুল্লাহ শরীফে সুরায়ে বাকারার ১৯৬ নাম্বার আয়াতে বলেছেন "আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন হজ্ব ও ওমরা করার নিয়ত কর তখন তা পুর্ন কর"। পবিত্র হজ্ব হচ্ছে ইসলামের মৌলিক পাঁচটি স্তম্বের মধ্যে অন্যতম একটি ইবাদত। যে ইবাদতের মধ্যে শারিরীক কছরত ও আর্থিক ব্যয় সাধন নিহিত। তাই শরীয়তের নিয়মানীতি অনুসারে নির্ধারিত পন্থায় পবিত্র হজ্ব ও ওমরা পালন করতে হয়। মহান আল্লাহ তায়ালা ও তাঁর প্রিয় হবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে হজ্ব পালনকারী ভাই ও বোনদেরকে পবিত্র হজ্ব পালনে পরিপূর্ণ রূপে সার্বিক সুপরামর্শ ও সহায়তা দানের উদ্দেশ্যে আন-নাজাত হজ্ব কাফেলা প্রতিষ্ঠিত হয়। এই কাফেলা বাংলাদেশের স্বনামধন্য অভিজ্ঞতা সম্পন্ন ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখদের নিয়ে পরিচালিত।

No comments: